টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে মাদক ব্যবসায়ী বলছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 03:34 PM
Updated : 7 August 2018, 03:34 PM

মঙ্গলবার টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটক মোহাম্মদ মুছা (২৬) টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিলের মৃত মকবুল হোসেনের ছেলে।

মেজর মেহেদী বলেন, বিকালে ইয়াবার চালান পাচার হওয়ার খবরে র‌্যাবের একটি দল লেঙ্গুরবিল মাদ্রাসার সামনে অভিযান চালায়। এ সময় টেকনাফ সদর স্টেশন থেকে মেরিন ড্রাইভ সড়কমুখী সন্দেহজনক একটি অটোরিকশাকে থামার সংকেত দেন র‌্যাব সদস্যরা।

“এ সময় অটোরিকশায় থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড় দেয়। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে মোহাম্মদ মুছা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরে তার সঙ্গে থাকা পলিথিনের একটি ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান মেজর মেহেদী।