নাটোরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে নাটোরে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 02:36 PM
Updated : 7 August 2018, 02:37 PM

নাটোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম মঙ্গলবার বিকালে এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত মিনারুল সরকার (২৫) রাজশাহীর বাঘা উপজেলার বামনডাঙ্গা সরেরহাট গ্রামের আরজেদ সরকারের ছেলে।

রায় ঘোষণার সময় মিনারুল কাঠগড়ায় ছিলেন।

নাটোরের জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম মামলার নথির বরাতে বলেন, ২০১৭ সালের ২৪ জানুয়ারি নাটোরের দক্ষিণ লালপুরে সুমি আক্তারকে তার বাবার বাড়িতে মিনারুল গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই সুমন আলী লালপুর থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, সুমি মেয়েসন্তানের মা হতে যাচ্ছেন জানার পর গর্ভপাতের জন্য চাপ দেন মিনারুল। সুমি রাজি না হওয়ায় মিনারুল তাকে গলাটিপে হত্যা করেন বলে অভিযোগ।

তবে আসামিপক্ষের আইনজীবী সাইদুর রহমান দাবি করেন, সুমির মৃতুর সময় মিনারুল সেখানে ছিলেন না। তাই তিনি মনে করেন তার মক্কেল ন্যায় বিচার পাননি।

তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।