মোটরসাইকেল চালকদের হেলমেট দিল লক্ষ্মীপুরের পুলিশ

সচেতনা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের পুলিশ মোটরসাইকেল চালকদের হেলমেট দিয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 11:58 AM
Updated : 7 August 2018, 01:02 PM

জেলার পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, “সচেতনতা বৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত তহবিল থেকে মোটরসাইকেল আরোহীদের ৩২টি হেলমেট দেওয়া হয়েছে।”

সোম ও মঙ্গলবার এসব হেলমেট দেওয়া হয় বলে তিনি জাননা।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মামুন আল আমিন বলেন, যাদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র আছে কিন্তু হেলমেট নেই, তাদের মধ্য থেকে তরুণ ও বয়স্ক ব্যক্তিদের প্রতীকী হেলমেট দেওয়া হয়েছে, যাতে তারা হেলমেট পরতে উদ্বুদ্ধ হন।

গত দুই দিনে জেলায় গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৬৫টি মামলা হয়েছে বলেও তিনি জানান।