গাজীপুরে গাড়িসহ ‘ছিনতাইকারী’ আটক

গাজীপুরে প্রাইভেট কারসহ এক ‘ছিনতাইকারীকে’ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গাজীপুর প্রতনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 08:16 AM
Updated : 7 August 2018, 09:28 AM

এ সময় আরও তিন ছিনতাইকারী পলিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা বলেন, মঙ্গলবার ভোরের দিকে মাওনা চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।

মাওনা উত্তরপাড়ার মুক্তাদীর হোসেনের ছেলে মাসুম মিয়া (২৫) ধাওয়া দিয়ে এই ছিনতাইকারীদের আটকে সহযোগিতা করেন।

মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার ছিনতাইকারী তার প্রাইভেট কার চুরির চেষ্টা করছিল।

“আমার গাড়ির চালক রিপন টের পেয়ে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে রড দিয়ে পিটিয়ে তার মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আমি ঘর থেকে বের হলে ছিনতাইকারীরা তাদের সঙ্গে থাকা প্রাইভেট কারে করে পালিয়ে যায়।”

মাসুম তার গাড়ি নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন জানিয়ে বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা পল্লীবিদ্যুৎ মোড়ে ছিনতাইকারীদের আটকে ফেলি।

“তারা গাড়ি থেকে নেমে ফাঁকা গুলি করে। তিন ছিনতাইকারীরা তাদের সঙ্গে থাকা প্রাইভেট কার ফেলে পালিয়ে গেলেও এলাকাবাসী এসে সুমন মিয়া নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। তারা তাকে পিটুনির পর পুলিশে দেয়।”

আটক সুমন মিয়া (২৭) ময়মনসিংহের ভালুকা উপজেলার কুজরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

এসআই শহিদুল বলেন, উদ্ধারকৃত প্রাইভেট কারের মালিক ঢাকার ধামরাই উপজেলার উত্তরপাতা গ্রামের আলী হোসেনের ছেলে ফিরোজ কবির। প্রায় আড়াই মাস আগে তিন-চারজন ছিনতাইকারী যাত্রী সেজে শ্রীপুরের তেলিহাটি এলাকায় যাওয়ার জন্য তার গাড়ি ভাড়া নেয়।

“পরে এর চালক হৃদয়কে অস্ত্রের মুখে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত ছিনতাইকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছিল।”