সুন্দরগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে গুলিতে আরও একজন মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 06:27 AM
Updated : 7 August 2018, 06:27 AM

উপজেলার জামাল গ্রামে সোমবার রাত ৩টার দিকে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত আব্দুস সালাম ওরফে ঠসা সালাম (৫০) জেলার শীর্ষ মাদক বিক্রেতা বলে দাবি করা হচ্ছে।

সালাম সুন্দরগঞ্জের সাতগিরি পূর্বপাড়া (ফকিরপাড়া) গ্রামের সফু করাতির ছেলে।

ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি বিদেশী পিস্তল, ২০ বোতল ফেন্সিডিল ও দশ কেজি গাঁজা উদ্ধারের কথা জানিয়েছেন র‌্যাব-১৩গাইবান্ধা ক্যাম্পের মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্তজা।

তিনি বলেন, একদল মাদক বিক্রেতা জামাল গ্রামে মাদক কেনাবেচা করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে র‌্যাব কর্মকর্র্তা গোলাম মোর্তজার ভাষ্য।

সুন্দরগঞ্জ থানার ওসি আবদুস ছোবহান জানান, সালামের জেলা পুলিশের একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ২৮টির বেশি মাদক মামলা রয়েছে।

আইনশৃংখলা বাহিনীর হাতে এসব মামলায় একাধিকবার আটক হয়ে তিনি কারাগারে থেকেছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।