ট্রাফিক সপ্তাহে দুর্ঘটনায় আহত ট্রাফিক পুলিশ

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে যানবাহনের কাগজপত্র পরীক্ষার সময় অটোরিকশার ধাক্কায় তিন পুলিশ আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 02:29 PM
Updated : 6 August 2018, 02:29 PM

সোমবার বসুরহাট পৌরসভার নিত্যনন্দ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন ট্রাফিক ইন্সপেক্টর মোশারফ হোসেন, কনস্টেবল সফিউল্যাহ ও সাদ্দাম হোসেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সকালে বসুরহাট বাজারের নিত্যনন্দ মোড়ে যাননবাহনের কাগজপত্র দেখছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা দ্রুত চলে যাওয়ার সময় কর্তব্যরত তিন পুলিশকে ধাক্কা দেয় এবং ওই তিন পুলিশ সদস্য সড়কে ছিটকে পড়েন।

ঘটনার পর স্থানীয়রা অটোরিকশা চালক মান্নানকে (২৫) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।

অটোরিকশা চালক মান্নান জেলার সুবর্ণচরের ওবায়দুল হকের ছেলে। আহত তিন পুলিশ ও মান্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় অটোরিকশা চালকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলেও ওসি জানান।