মৌলভীবাজারে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারে একটি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 01:36 PM
Updated : 6 August 2018, 01:36 PM

পাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান জানান, সোমবার মৌললভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।

মামলার অপর দুই আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাদের আরও দুইমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন সদরের আমতৈল ইউনিয়নের মাসকান্দি গ্রামের আলকাছ মিয়ার ছেলে ছানু মিয়া (৪৫), আনছার উল্লাহ ওরফে মধুমিয়ার ছেলে লুছন মিয়া (৫৫) ও মৃত ছাদক উল্লাহর ছেলে রুস্তম উল্লাহ (৬৫)।

তিন বছর সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের  আলকাছ মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) ও মৃত মুহিম উদ্দিনের ছেলে সোনাহর মিয়া (৫২)।

রায়ের সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ধান ক্ষেতে গরু চড়ানো নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৫ সালের ১ সেপ্টেম্বর সদর উপজেলার মাসকান্দি গ্রামের আমতৈল-মাসকান্দি রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বৃদ্ধ মনতাজ উদ্দিনকে (৭০) হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মুছা মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি কৃপাসিন্ধু দাশ জানান।