মাগুরায় ডিসির চালকসহ ৪২ জনকে জরিমানা

মাগুরায় নিরাপদ সড়ক ব্যবস্থাপনার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের বিচারে জেলা প্রশাসকের চালকসহ ৪২ জনকে জরিমানা করা হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 11:13 AM
Updated : 6 August 2018, 12:07 PM

অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক বলেন, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

“জেলা প্রশাসকের চালককে সিটবেল্ট না বাঁধায় ২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কাগজপত্র পরীক্ষায় পেয়ে পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও পথচারী মিলে ৪২ জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।”

এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্পটে চেকপোস্ট বসানো হয় বলে জানান জেলা ট্রফিক পুলিশের পরিদর্শক মিজানুর রহমান।

তিনি বলেন, মহাসড়কে স্পিডগান দিয়ে যানবাহনের গতি পরীক্ষা করা হয়েছে। অতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ কাগজপত্র ও অন্যান্য অনিয়মের কারণে শতাধিক মামলা দায়ের করেছে।