শীতলক্ষ্যার তীরে নিখোঁজ কিশোরের লাশ

গাজীপুরের শীতলক্ষ্যা নদীর তীর থেকে নিখোঁজের একদিন পর ১৬ বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 09:23 AM
Updated : 6 August 2018, 09:23 AM

কালীগঞ্জ থানার ওসি মো.আবু বকর মিয়া জানান, কালীগঞ্জ উপজেলায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বারৈপাড়া শ্মশান ঘাট এলাকা থেকে রোববার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত পিয়াস নন্দী (১৬) বারৈপাড়া গ্রামের মৃদুল নন্দীর ছেলে। সে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করত।  

এ ঘটনায় নিহতের বড় ভাই পাভেল নন্দী বাদী হয়ে স্থানীয় বিজয় দাসের ছেলে অপু দাস ও খলাপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে ফারুক ওরফে বাক্কার নামে সোমবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে ওসি আবু বকর জানান।

নিহতের বড় ভাই পাভেল বলেন, শনিবার রাত ৮টার দিকে পিয়াস একই গ্রামের বিজয় দাসের ছেলে অপু দাসের সঙ্গে বের হয়। রাত ৯টার পর পিয়াসের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

“রাতে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সকালে থানায় একটি সাধারণ ডায়েরি করি। পরে ওইদিন সন্ধ্যায় স্থানীয়দের কাছে পিয়াসের লাশ পড়ে থাকার খবর পাই।”

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই মো.সুলতান উদ্দিন বলেন, “নিহতের গলার নিচে ও ডান কানে রক্ত জমাট বাঁধা ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।