চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় প্রাণদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ বছর আগে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 08:22 AM
Updated : 6 August 2018, 08:52 AM

সোমবার চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শহীদুল ইসলামের (৩০) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বিশ্বাসপাড়ায়। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।  

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শহীদুলের বাবা রাব্বানী মণ্ডল ও মা নিলুফা ইয়াসমিনকে বিচারক খালাস দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জবদুল হক জানান।

মামলার বিবরণে বলা হয়, বিয়ের পর থেকেই শহীদুল তার স্ত্রী কুলসুম বেগমের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। কুলসুম টাকা দিতে না পারায় শহীদুল প্রায়ই তাকে মারধর করত।

এর জেরে ২০১৩ সালের ৭ অক্টোবর কুলসুমকে শ্বাসরোধে হত্যা করে শহীদুল। ওই দিনই কুলসুমের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে শহীদুল ও তার বাবা-মায়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন।

তদন্ত শেষে শিবগঞ্জ থানার এসআই মাসুদ রানা ওই বছরের ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে আদালত এ মামলার  বিচারকাজ শুরু করেন।