নড়াইলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১০ জন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 01:16 PM
Updated : 5 August 2018, 01:16 PM

রোববার কালিয়া উপজেলার রঘুনাথপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি শেখ শমসের আলী।

নিহত কবির মোড়ল (৪৫) রঘুনাথপুর গ্রামের খালেক মোড়লের ছেলে। আহতদের নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শমসের আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের এনা মেম্বার ও সাবু মোল্যার মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহত কবির মোল্যা সাবু মোল্যার সমর্থক।

সংঘর্ষ ঠেকাতে ৩৫ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে ওসি ও তিন কনস্টেবল আহত হয়েছেন, বলেন ওসি।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক সুজল কুমার বকসী বলেন, কবির মোল্যাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে।