কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে মাদক কারবারি’ নিহত

কু‌মিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে মাদক কারবারি বলছে পুলিশ।

কু‌মিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 12:22 PM
Updated : 5 August 2018, 12:22 PM

শনিবার গভীর রাতে নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান।

নিহত মেহেদী হাসান অলিপুর গ্রামের একরামুল হকের ছেলে।

ওসি নজরুল বলেন, রাত দেড়টার দিকে অলিপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করে পুলিশ।

“ওই সময় মেহেদীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।”

তিনি বলেন, মাদক কারবারিদের গুলিতে ‌মেহেদী হাসান আহত হন। রাত ২টা ৩৫ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কথিত মাদক কারবারিদের হামলায় ওসি, কনস্টেবল অলিউদ্দিন আহমেদসহ তিনজন আহত হন এবং অলিউদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

এছাড়া ঘটনাস্থল থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট, এক‌টি এল‌জি, এক‌টি কাতুর্জ ও একটি রক্তমাখা রামদা উদ্ধার করা হয়েছে বলেও ওসি জানান।

দেশে চলমান মাদকবিরোধী অভিযানে এই পর্যন্ত শতাধিক মানুষ মারা গেছে, যারা মাদক বিক্রেতা বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।

অন্যদিকে এই অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে দাবি করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।