চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যায় নারীর মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যায় এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 10:08 AM
Updated : 5 August 2018, 10:38 AM

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লাকী খাতুন (২২) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি মহল্লার ইব্রাহিম আলীর স্ত্রী ।

একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই মামলায় মিজানুর রহমান পলাশ (৩০) নামে এক আসামিকে তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নামোশংকরবাটি মহল্লার আব্দুল মালেকের মেয়ে মালিহা (৬) ও হুমায়ন কবীর বিশুর মেয়ে সুমাইয়া (৭) বাড়ির সামনে খেলার সময় নিখোঁজ হয়। পরে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় লাকির বাড়ির খাটের নিচ থেকে দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

“ওই শিশুদের সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও দুল আত্মসাৎ করতে লাকী খাতুন তাদের শ্বাসরোধ করে হত্যা করেন। আর ওই স্বর্ণালঙ্কার লাকীর কাছ থেকে কিনেন মিজানুর রহমান পলাশ।”

এ ঘটনায় মালিহার বাবা আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।