সিলেটে শিশু ধর্ষণ-হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

সিলেটে দুই বছর আগে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 09:19 AM
Updated : 5 August 2018, 09:19 AM

রোববার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- কানাইঘাটের বড়খেউড় গ্রামের ইমাম উদ্দিনের ছেলে বাবুল উদ্দিন (২৩), একই গ্রামের লিয়াকত আলীর ছেলে রাসেল আহমদ (২০), সুরুজ আলীর ছেলে সাদেক উদ্দিন (২৮) ও ভারতীয় নাগরিক সিরাজ উদ্দিনের পালক ছেলে বাবুল আহমদ (৩০)।

আসামিদের মধ্যে বাবুল পলাতক রয়েছেন; বাকিরা রায় ঘোষণার সময় কাঠগাড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড ছাড়াও আসামিদের ধর্ষণের দায়ে এক লাখ টাকা এবং লাশ গুম করার দায়ে দশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলার বড়খেউড় গ্রামের তেরা মিয়ার মেয়ে সুলতানা বেগমকে একটি টিলায় ডেকে নিয়ে ধর্ষণ করে আসামিরা। পরে তারা সুলতানাকে হত্যা করে লাশ মাটি চাপা দেয়।

ঘটনার চারদিন পর পুলিশ সুলতানার লাশ উদ্ধার করে। ওই দিনই চার জনকে আসামি করে সুলতানার ভাই একলিম উদ্দিন বকানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১২ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।