মাদারীপুরে মিছিল, অস্ত্র হাতে সাবেক কাউন্সিলর

নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে ছাত্র বিক্ষোভের মধ্যে  নৌমন্ত্রী শাজাহান খানের শহর মাদারীপুরে মিছিল হয়েছে, যেখানে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা গেছে সাবেক এক কাউন্সিলরকে।

রিপনচন্দ্র মল্লিক মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 03:41 PM
Updated : 4 August 2018, 03:46 PM

পরিবহনে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে শনিবার তারা মাদারীপুর শহরে বিক্ষোভ মিছিল করে।

এ সময় তারা শাজাহান খানের পক্ষে শ্লোগান দেয়।

ঢাকায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সারা দেশে আন্দোলন করছে ছাত্ররা। ওই শিক্ষার্থীদের মৃত্যুর পর সাংবাদিকদের সামনে নৌমন্ত্রী শাজাহান খানকে হাস্যোজ্জ্বল দেখা যাওয়া নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়।

শনিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে শিক্ষার্থীরা যানবাহন ও চালকের লাইসেন্স পরীক্ষা করেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে শ্রমিক-মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছে।     

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজ গেট এলাকায় মাদারীপুর-শরীয়তপুর সড়কে সকালে বিক্ষোভ মিছিল হয়।

মিছিলে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান হাওলাদারকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে।

এ সময় মিছিলকারীরা শ্লোগান দেন- “শাজাহান খানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শাজাহান খানের কিছু হলে  জ্বলবে আগুন ঘরে ঘরে।”

এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদারীপুরে বিক্ষোভ মিছিল হয় নাই বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই।

“তবে যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”

কাউন্সিলর মাহবুবুর রহমানের অস্ত্র হাতে মহড়ার ব্যাপারে সদর থানার ওসি কামরুল হাসান বলেন, “না ভাই এ বিষয়ে কিছু জানি না। তার একটা লাইসেন্স আছে। তবে বিষয়টা দেখছি।”

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাইজুল শরিফ বলেন, “নিরাপত্তার দাবিতে মিছিল হয়েছে। মিতু পরিবহন নামে মাহবুবের একটা লোকাল বাস আছে। অস্ত্রের বিষয়ে কিছু জানি না।”

মাদারীপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজ হাওলাদার বলেন, “মাহবুবুর জেলা বাসমালিক সমিতির সদস্য। নিরাপত্তার দাবিতে মিছিল হয়েছে। আমি মিছিলে ছিলাম না। বন্দুক নিয়ে মিছিলে গিয়েছেন কিনা তা জানি না। তার একটা লাইসেন্স আছে শুনেছি।”