লালমনিরহাটে জমির সংঘর্ষে যুবক নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বাবা-মাসহ অন্তত চারজন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 11:59 AM
Updated : 4 August 2018, 11:59 AM

শনিবার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কোহিনুর হোসেন (৩৬) লতাবর গ্রামের তসলিম হোসেনের ছেলে। তিনি ঢাকার পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন কোহিনুরের বাবা তসলিম হোসেন, মা কুলসুম বেগম ও ভগ্নিপতি জিল্লুর হোসেন। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, কোহিনুরের  বাড়ি যাওয়ার রাস্তা নিয়ে তার চাচা জোবেদ আলী ও আনছার আলীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও নিষ্পত্তি হয়নি।

ওসি বলেন, ঢাকা থেকে বাড়ি গিয়ে শনিবার সকালে ওই রাস্তার জন্য চাচাদের নিয়ে আলোচনায় বসলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

“এতে জোবেদ ও আনছার আলীদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই কোহিনুর হোসেনের মৃত্যু হয়।”

ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় জাবেদ আলী (৪৮), মাসুম (২৪), মাজেদা খাতুন (৪৫) ও আইরিন আক্তারকে (২৮) পুলিশ আটক করেছে বলে তিনি জানান।

ওসি মকবুল হোসেন জানান, এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের নামে মামলা দায়ের করেছেন।