লালমনিরহাটে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর

লালমনিরহাটে ‘সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করায়’ একজন ম্যাজিস্ট্রেটের গাড়ির কাচ ভেঙে দিয়েছে আন্দোলনকারীরা।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 11:33 AM
Updated : 4 August 2018, 11:33 AM

শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের মিশন মোড় এলাকায় পেছন থেকে ঢিল ছুড়লে কাচ ভেঙে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রে শামীমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তিনি মিশন মোড় হয়ে কাজে যাচ্ছিলেন।

“শিক্ষার্থীরা সিগন্যাল দিলে আমি চালককে থামাতে বলি। চালক সামনে ফাঁকা জায়গায় গাড়ি থামাতে যাচ্ছিলেন। এরই মধ্যে ঢিল ছোড়া হলে গাড়ির কাচ ভেঙে যায়।”

এরপর গাড়িটা সেখানে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে চলে যায়। এ বিষয়ে প্রশাসনিক কোনো ব্যবস্থার কথা চিন্তা করা হয়নি বলে তিনি জানান।

গাড়ির কাঁচ ভাঙার পর শিক্ষার্থীরা চালকের সঙ্গে কথা বলেনি। তবে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন।

শিক্ষার্থীরা সোল্লাসে গাড়িঘোড়ার কাগজপত্র দেখে বেলা ২টার দিকে ফিরে যায়।