নরসিংদীতে লেগুনাচাপায় কলেজছাত্র নিহত

নরসিংদীর রায়পুরায় লেগুনা চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 11:10 AM
Updated : 4 August 2018, 11:10 AM

শনিবার উপজেলার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান।

নিহত আব্দুল্লাহ (১৮) মাহমুদাবাদ গ্রামের শাজাহান মিয়ার ছেলে। ভৈরব হাজী আসমত আলী কলেজ থেকে এবার এইচএসসি করেছেন তিনি।

আহতদের ভৈরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকাল ৯ টার দিকে আব্দুল্লাহ সড়কের পাশে দাঁড়িয়ে পাইকারের কাছে সব্জি বিক্রি করছিলেন। এ সময় বারৈচা থেকে ভৈরবগামী একটি লেগুনা তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল্লার মৃত্যু হয়।

খবর পেয়ে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজু ও প্রশাসনের হস্তক্ষেপে বেলা ১২টায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার মো. সাদিকুর রহমান সবুজ নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা অনুদান দেন।