ক্লাসের সময় ছাত্রকে ‘এসিড মেরে’ শিক্ষক আটক

হবিগঞ্জ টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে এক ছাত্রের গায়ে এসিড ছুড়ে মারার অভিযোগ উঠেছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 08:17 AM
Updated : 4 August 2018, 08:17 AM

ওই শিক্ষকের শাস্তির দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

সদর থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, শিক্ষক আব্দুল কাইয়ুমকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

আহত মঈনুদ্দিন আহমেদ (১৫) ওই প্রতিষ্ঠানের ফার্ম মেশিনারিজ বিভাগের ছাত্র। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন মঈনুদ্দিন অভিযোগ করেন, শনিবার বেলা পৌনে ১১টার দিকে শিক্ষক কাইয়ুম তাদের সাবান তৈরি প্রক্রিয়া শেখাচ্ছিলেন।

“আমি টেবিলে হাত দিলে রাগের মাথায় শিক্ষক আমার গায়ে এসিড ছুড়ে মারেন।”

হাসপাতালের চিকিৎসক আব্দুল কাইয়ুম বলেন, “তার শরীরে এসিড দেওয়া হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

প্রতিষ্ঠানের শিক্ষক রোমা মোদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুল কাইয়ুম পানি মনে করে এসিড ছুড়ে মেরেছিলেন।”

মঈনুদ্দিন সদর উপজেলার বড় বহুলা গ্রামের ফুল মিয়ার ছেলে।

ফুল মিয়া ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন।  তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষক নাম না জানিয়ে বলেন, “বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

এ বিষয়ে শিক্ষক আব্দুল কাইয়ুমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে পুলিশ তাকে আটক করে।