ইউএনএইচসিআর কর্মকর্তার লাশ, সহকর্মীসহ আটক ২

কক্সবাজারে ইউএনএইচসিআর কর্মকর্তা সুলেমান মুলাটা পরকীয়া প্রেমের জেরে খুন হয়েছেন বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার সহকর্মীসহ দুইজন আটক হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 01:11 PM
Updated : 2 August 2018, 02:21 PM

কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল ওশ্যান প্যারাডাইজ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জাতিসংঘের শরণার্থীবিষক ইউএনএইচসিআরের কক্সবাজার দপ্তরের নারী বিষয়ক পর্যবেক্ষক জাফরিন আফসারি (২৪) ও তার স্বামী আলাউদ্দিন রোবায়েত চৌধুরী রবিন (২৬)।

রবিনও একটি বেসরকারি সংস্থায় কক্সবাজারে কর্মরত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনাদিয়া চ্যানেল থেকে সুলেমান মুলাটার লাশ উদ্ধার করে পুলিশ।

সুলেমান ইউএনএইচসিআরের শরণার্থী সুরক্ষাবিষয়ক কর্মকর্তা। ইউথিপিয়ার নাগরিক তিনি। ইউএনএইচসিআরের কক্সবাজার দপ্তরে দায়িত্ব পালন করার সময় গত সোমবার উখিয়ার শরণার্থী ক্যাম্পের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। ওই দিন রাতে তার এক সহকর্মী থানায় জিডি করেন।

ওসি ফরিদ বলেন, “আটক জাফরিন আফসারির সঙ্গে সুলেমানের প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। সম্পর্কের টানাপোড়েন থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”

সুলেমান অতিরিক্ত মদ্যপায়ী ছিলেন বলে তিনি জানান।