নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

নেত্রকোণার আটপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালাত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 09:41 AM
Updated : 2 August 2018, 09:41 AM

নেত্রকোণার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত জালাল উদ্দিন সরকার রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়া ছিলেন।

নেত্রকোণা জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ মামলার নথির বরাতে বলেন, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ২৭ নভেম্বর রাতে স্ত্রী রোমা আক্তারকে ধারালো  অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন জালাল উদ্দিন।

নিহত রোমার বড় ভাই সুলতান উদ্দিন বাদী হয়ে জালালকে একমাত্র আসামি করে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়।

আদালাত নয়জনের সাক্ষ্য নিয়ে এ রায় ঘোষণা করে বলে জানান পিপি সাইফুল।