ঠাকুরগাঁওয়ে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 09:28 AM
Updated : 2 August 2018, 11:12 AM

রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রামনাথ এলাকার শাপলা হাস্কিং মিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নেদু বর্মণ (৭০)  রুহিয়া থানার কর্ণফুলি গ্রামের বাসিন্দা।

ওসি প্রদীপ এলাকাবাসীর বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনীল চন্দ্র সেনের শাপলা হাস্কিং মিলে নৈশ প্রহরীর চাকরি করতেন নেদু বর্মণ।

“বুধবার রাতেও নেদু ওই মিলে পাহারার দায়িত্বে ছিলেন। রাতের কোনো একসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার গলা ও পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে।”

কে বা কারা কোন স্বার্থে তাকে খুন করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

মিলমালিক অনীল চন্দ্র বলেন, দীর্ঘদিন ধরে নেদু তার হাস্কিং মিলে নৈশ প্রহরীর কাজ করে আসছিলেন।

“আমার জানামতে তার কোনো শত্রু নেই। কেন তাকে কুপিয়ে হত্যা করা হল তা বুঝতে পারলাম না।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।