গাজীপুরে সমিতির নামে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে সমিতির নামে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় মামলার পর পুলিশ তাদের কার্যালয় সিলগালা করে দিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 08:05 AM
Updated : 2 August 2018, 08:34 AM

কালিয়াকৈর থানার এসআই রাজা মিয়া জানান, হরিণহাটি এলাকার ‘নিউ যমুনা বহুমুখী সমবায় সমিতির’ পরিচালক সাগর হোসেনসহ (৪০) চারজনের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ পেয়েছে পুলিশ।

অন্য তিনজন হলেন সাগরের ভাই কোব্বত আলী (৪৬), কোরবান আলী (৪৩) ও সমিতির ব্যবস্থাপক মতলুবুর রহমান (৪৫)।

সাগর বগুড়ার শেরপুর থানার জয়নগর গ্রামের মহিরউদ্দিনের ছেলে।

এসআই রাজা বলেন, “নূরুল ইসলাম নামে এক ব্যক্তি এই চারজনের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ ঘটনা তদন্তে নামেন। সমিতির কার্যালয়ে গিয়ে কাউকে না পেয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।

“প্রতারকরা সমিতির নামে তিন শতাধিক লোকের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।”

সমিতির সদস্যরা জানান, সাগর ১২-১৩ বছর আগে হরিণহাটি এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় কাজ শুরু করেন। বছর চারেক আগে সমিতির নামে বেশি মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিতে থাকেন।

মামলার বাদী নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশি লাভের আশায় সমিতিতে ৬০ হাজার টাকা ডিপোজিট করি। ভাবতে পারিনি সাগর টাকা নিয়ে পালিয়ে যাবে।”

সাগরের গ্রামের বাড়ি গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সমিতির আরেক সদস্য সেকেন্দার আলী।

তিনি বলেন, “সাগর দীর্ঘদিন ধরে সমিতির নামে আমাদের প্রতারণা করে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।”