দোহারে ট্রাক-বাইক সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ঢাকার দোহার উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের প্রাণ গেছে; আহত হয়েছে এক শিশু।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 06:22 AM
Updated : 2 August 2018, 07:09 AM

দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. নুরুল হুদা ভূইয়া জানান, উপজেলার চরকুসাই এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রেশাত (১৩) উপজেলার চর জামালচর এলাকার মো. শামসুল হকের ছেলে। সে নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

আহত মো.রুমানকে (১০) দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে এসআই নুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রেশাত তার মামাতো ভাই রুমানকে নিয়ে একটি মোটরসাইকেলে করে বাড়ি থেকে দোহারের বাস্তা পরানখালি নানা বাড়ি যাচ্ছিল।

পথে একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দিনাজপুর থেকে দোহারগামী

বিপরীতমুখী আমবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় রেশাত ও রুমান ছিটকে পড়ে।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশাতকে মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনায় রুমানের ডান পা ভেঙে গেছে বলে এসআই জানান।

তিনি বলেন, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।