ময়মনসিংহ থেকে ঢাকার বাস বন্ধ রেখেছে মালিকরা

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে ময়মনসিংহ থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 04:25 AM
Updated : 2 August 2018, 04:25 AM

জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার দিকে কোনো বাস তারা ছাড়েননি।

“রাস্তায় বের হলেই শিক্ষার্থীরা ইচ্ছামত বাস ভাংচুর করছে। মালিকরা লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন। তাই নিরাপত্তার অভাবে সকাল থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখা হয়।”

পরিস্থিতি ভালো থাকলে বিকাল থেকে আবার বাস চলাচল শুরু হতে পারে বলে জানান বিকাশ।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শহরের মাসকান্দা বাসস্ট্যান্ডে আসা ঢাকাগামী যাত্রী নুরুল হক বলেন, বাস বন্ধের বিষয়টি তার জানা ছিল না। স্ট্যান্ডে এসে কোনো বাস না পেয়ে তাকে বাসায় ফিরে যেতে হচ্ছে।

সাদিয়া জান্নাত নামে আরেক যাত্রীও একই কথা বলেন। 

একটি বাসের চাপায় গত ২৯ জুলাই ঢাকায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধ চালিয়ে আসছে  ছাত্রছাত্রীরা।

তাদের এই আন্দোলনের কারণে বুধবার সারা দিন রাজধানীর রাজপথ কার্যত অচল হয়ে থাকে।

ময়মনসিংহ শহরের নতুর বাজার, গাঙ্গিনাপাড় ও পাটগুদাম ব্রিজ মোড়েও বুধবার বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। বিক্ষোভের মধ্যে কয়েকটি যানবাহন ভাঙচুরের শিকার হয়।

শিক্ষার্থীদের এই আন্দোলন ক্রমশ জটিল আকার পেতে থাকায় বুধবার রাতে এক ঘোষণায় বৃহস্পতিবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।