বরিশাল-খুলনা রুটে ঝালকাঠির বাস চলাচল আবার বন্ধ

দুই মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্বে বরিশাল ও খুলনাসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল আবারও বন্ধ রেখেছে ঝালকাঠি বাস মালিক সমিতি।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2018, 05:11 PM
Updated : 1 August 2018, 05:11 PM

বুধবার দুপুর থেকে ঝালকাঠি থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

ঝালকাঠি থেকে কুয়াকাটা রুটে বাস চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা।

সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহামুদ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝালকাঠি থেকে কুয়াকাটা রুটে বাস চলার দাবি ৩১ জুলাইয়ের মধ্যে মেনে নেওয়ার সিদ্ধান্ত ছিল।

বরিশাল বিভাগীয় কমিশনাদের কার্যালয়ে ঝালকাঠি ও বরিশাল মালিক সমিতির সঙ্গে দুই জেলার শীর্ষ প্রশাসনের মধ্যস্ততায় গত ২৪ জুন এই সিদ্ধান্ত হয়েছিল বলে জানান তিনি।

কিন্তু সেই মীমাংসা উপেক্ষা করে বরিশাল মালিক সমিতি কুয়াকাটা রুটে ঝালকাঠির বাস চলাচল শুরু করতে দেয়নি বলে জানান তিনি।

মিলন বলেন, “বরিশাল বাসস্ট্যান্ড থেকে আমাদের বাসগুলোকে ঝালকাঠির শেষ সীমান্ত কালিজিরার অস্থায়ী স্ট্যান্ডে আনা হয়েছিল। কিন্তু ঝালকাঠি জেলা প্রশাসন অস্থায়ী স্ট্যান্ড থেকে বাস চলাচলে নিষেধাজ্ঞা জানালে সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া আমাদের আর কী করার ছিল।”

এ অবস্থা কত দিন চলবে- জানতে চাইলে ঝালকাঠির বাস মালিক সমিতির এ নেতা বলেন, “নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”