পরিবার নিয়ে কামরানের বাসায় আরিফুল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটে পিছিয়ে থাকা আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় গিয়ে কুশল বিনিময় করেছেন ভোটে এগিয়ে থাকা বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2018, 12:22 PM
Updated : 31 July 2018, 12:22 PM

মঙ্গলবার বেলা ৪টার দিকে কামরানের ছড়ারপাড়ের বাসায় যান আরিফুল।

এসময় আরিফুলের সঙ্গে ছিলেন স্ত্রী শ্যামা হক ও মেয়ে আসফা হক চৌধুরী নাইফা।

কামরানের বাসায় প্রায় আধাঘণ্টা অবস্থান করে আরিফুল পরিবার। এ সময় একান্তে কথা বলেন কামরান ও আরিফুল।

বের হয়ে যাওয়ার পথে কোলাকুলি করেন দুই প্রতিদ্বন্দ্বী। তখন দুজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল।

সোমবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আরিফুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

ভোটে কামরানের চেয়ে এগিয়ে থাকলেও ব্যবধানের চেয়ে গোলযোগে স্থগিত দুই কেন্দ্রের ভোট বেশি হওয়ায় চূড়ান্ত ফলের জন্য আরও অপেক্ষায় থাকতে হচ্ছে আরিফুলকে।

আরিফুল হক চৌধুরী বলেন, “ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও কামরান আমার বড় ভাই। তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। কামরান দীর্ঘদিন নগরপিতা ছিলেন। সব ভেদাভেদ ভুলে একটি পরিকল্পিত সিলেট গড়তে একসাথে কাজ করতে চাই।”

বদর উদ্দিন আহমেদ কামরান বলেন, “সিলেটে রাজনৈতিক একটা সম্প্রীতি রয়েছে। আরিফুল আমার বাসায় এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে।”

২০১৩ সালের নির্বাচনেও ভোটে জিতে কামরানের বাসায় গিয়েছিলেন আরিফুল।