বরিশালে বাসদের নির্বাচন বর্জন

বরিশালে হামলার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাসদের মেয়র প্রার্থী মনীষা চক্রবর্ত্তী।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 10:36 AM
Updated : 30 July 2018, 11:15 AM

এর আগে মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী অনিয়ম-কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।

সোমবার বেলা আড়াইটায় শহরের ফকিরবাড়ি রোডে বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনীষা বলেন, “সরকারি বালিকা বিদ্যালয়ে কেন্দ্রে অনিয়ম হচ্ছিল। নৌকায় সিল মারা হচ্ছিল। আমি হাতেনাতে ধরে ফেলি।

“আমি এর প্রতিবাদ করলে তারা আমার ওপর হামলা করে আহত করে। আমরা এই নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করছি।”

তিনি নির্বাচন স্থগিত করে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন। এছাড়া হামলার প্রতিবাদে বাসদ মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিবসহ দলের নেতার্মীরা ছিলেন।

দেশের তিন প্রান্তের তিন সিটি বরিশাল, সিলেট ও রাজশাহীতে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট হয়েছে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।