সিলেটে বাথরুম থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার

সিলেট নগরীর একটি কলোনির বাথরুম থেকে এক নারী ও তার দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 09:24 AM
Updated : 30 July 2018, 09:24 AM

দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার জাপান প্রবাসী কামাল আহমদের কলোনি থেকে সোমবার দুপুরে লাশগুলো উদ্ধার করা হয় বলে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার হাসান মুন্সীর স্ত্রী জনি বেগম (৩৮), তার মেয়ে মীম (১৫) ও তাকসিন (১৩)।

ওসি খায়রুল বলেন, কলোনির কেয়ারটেকার এরশাদের আত্মীয় হাসান মুন্সী তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এক সপ্তাহ আগে কলোনিতে আসেন। তারা কলোনির একটি ঘরে থাকতেন।  

গত শনিবার হাসান ওই ঘরে তালা মেরে তার স্ত্রী ও মেয়ে বেড়াতে গেছে বলে চাবি এরশাদের কাছে রেখে চলে যান।

সোমবার ওই ঘর থেকে পঁচা গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দিলে

পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

তিনি বলেন, “নিহতদের চোখে ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসান তাদের হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।