সংঘর্ষে সিলেটের এক কেন্দ্রে ভোটগ্রহণ বিঘ্নিত

দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের পর সিলেট সিটি করপোরেশনের মিরাবাজারের মডেল হাই স্কুল কেন্দ্রে ৪৫ মিনিট ভোটগ্রহণ স্থগিত ছিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 07:46 AM
Updated : 30 July 2018, 08:35 AM

সোমবার বেলা ১১টার দিকে দুই কাউন্সিলর প্রার্থী এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এবং সাজেদ আহমেদ চৌধুরী বাপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এই সংঘর্ষের কারণে বেলা ১১টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।

এসময় ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ তুলে উজ্জ্বল বলেন, “রেডিও এবং ঘুড়ি- দুই প্রার্থীর লোকজন সকাল থেকে ব্যালট পেপারে বাক্সে সিল মেরে বাক্সে ভরেছে।”

 

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাজী আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে, ভোট বন্ধ নেই।”

এসময় সাংবাদিকরা ভোটকক্ষের পরিস্থিতি সম্পর্কে  আশিকুরকে জানালে তিনি একটি কক্ষে গিয়ে দেখেন ব্যালট পেপার শেষ দেখে আরও ব্যালট পেপার দেন।

বেলা পৌনে ১২টার দিকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। ভোট দিতে না পেরে অনেকেই ফিরে যান।

মিরাবাজারের মডেল স্কুল কেন্দ্রে গোলযোগ চলার সময় সেখানে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দীন আহম্মদ আহমেদ কামরান উপস্থিত ছিলেন।

ব্যালট পেপারে আগেই সিল মারার ব্যাপারে তিনি বলেন, “ওইটা মেয়রদের না। কাউন্সিলর প্রার্থীদের।”