হাতকড়া খুলে আসামির পলায়ন, আট পুলিশ প্রত্যাহার

নেত্রকোণায় আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে এক আসামি পালিয়ে গেছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2018, 02:51 PM
Updated : 29 July 2018, 02:57 PM

রোববার বেলা ১১টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে ওই আসামি পালিয়ে যায় বলে নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান।  

পলাতক মিলন মিয়া (৩২) স্ত্রী হত্যা মামলার আসামি। তিনি বারহাট্টা উপজেলার বিকালিকা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

এ ঘটনায় আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া তদন্তে গঠন করা হয়েছে কমিটি।

পুলিশ সুপার বলেন, রোববার বেলা ১১টার দিকে বিভিন্ন মামলার ৪৮ জন আসামিকে হাজিরার জন্য আদালতে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে হত্যা মামলার আসামি মিলনকে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজার আদালতে হাজির করার কথা ছিল।

“কিন্তু আদালত প্রাঙ্গণে যাওয়ার পর মিলন পুলিশের কাছ থেকে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান।”

তিনি বলেন, এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার কারণে আট জন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

“এছাড়া পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।