নওগাঁ ও সাতক্ষীরায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

নওগাঁ ও সাতক্ষীরায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

সাতক্ষীরা প্রতিনিধিনওগাঁ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2018, 01:48 PM
Updated : 28 July 2018, 01:51 PM

শনিবার নওগাঁর মান্দা উপজেলায় এক কৃষক ও সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মাছের ঘেরে দুইজনের মৃত্যু হয়।

নওগাঁ

নওগাঁর মান্দা উপজেলার বড় মুল্লুক গ্রামে মাঠে কাজ করে ফেরার সময় বজ্রপাতে নয়ন চন্দ্র প্রামানিকের (৪৩) মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন ইদ্রিস আলী (৫০) নামে আরেক কৃষক।

নয়ন চন্দ্র বড়মুল্লুক গ্রামের মৃত নন্দন চন্দ্র প্রামানিকের ছেলে।

শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান।

তিনি বলেন, বৃষ্টির সময় মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নয়ন চন্দ্র মারা যায়। এ সময় গুরুতর আহত হন ইদ্রিস।

আহত ইদ্রিসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে এক মৎস্য ঘের মালিক ও কর্মচারীর মৃত্যু হয়েছে।

এরা হলেন উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের হরিপদ মন্ডলের ছেলে উদয় মন্ডল (৩২) ও কাদাকাটি গ্রামের ইন্তাজ আলি সরদারের ছেলে মিকাঈল হোসেন (৩৫)।

শনিবার ভোরে ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন বুধহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক।

তিনি বলেন, উদয় একই গ্রামের প্রবীণ সরকারের মাছের ঘেরে শ্রমিকের কাজ করতেন। ভোরে ঘেরে পেতে রাখা ঘুনি (আটন) ঝেড়ে মাছ ধরা সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেলা ৩টার দিকেও তিনি ফিরে না আসায় ঘের মালিক সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন বলে জানান এ ইউপি চেয়ারম্যান।

এদিকে কাদাকাটি গ্রামের মিকাঈল হোসেন চৈতির বিলে নিজের মৎস্য ঘেরে আটুন (মাছ ধরার এক ধরনের ঘেরা বেড়া) ঝাড়তে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।