কক্সবাজারে ভূমি ধসে এলাকায় আতঙ্ক

অতিবৃষ্টিতে ভূমি ধসে কক্সবাজার শহরের মুহুরিপাড়া এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2018, 11:59 AM
Updated : 28 July 2018, 12:03 PM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল হাসান জানান, শনিবার সকালে শহরের মুহুরিপাড়ায় বিসিক শিল্প এলাকার দক্ষিণ পাশে প্রায় দেড়শ ফুট উঁচু একটি পাহাড়ে ফাটল দেখা দেয়।

এতে পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। দুটি দোকান ও পাঁচটি বাড়ি ভেঙে যায়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

ইউএনও হাবিবুল বলেন, দুর্ঘটনার পর আশপাশের ঝুকিঁপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন। দুর্যোগ মোকাবিলায় অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম রাখা হয়েছে।

টানা বৃষ্টির কারণে পাহাড় ধসেছে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কর্মকর্তা মো. আলী কবির।

তিনি বলেন, একটানা অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি মাটি নরম হয়ে ধসে পড়ে।

‍‍‌‌“প্রায় দেড়শ ফুট উঁচু এই পাহাড়টির কিছু অংশ স্থানীয়রা কেটে ফেলেছে। এতে বৃষ্টির পানি সহজে পাহাড়ের মাটিতে মিশে নরম হয়ে ধসে পড়েছে।“