রংপুরে প্রতিপক্ষের কোদালের আঘাতে চাচা-ভাতিজা নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের আঘাতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2018, 11:07 AM
Updated : 28 July 2018, 11:07 AM

শনিবার দুপুরে পীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাহিরপুর মজিলা গ্রামে এ ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান।

নিহতরা হলেন ওই গ্রামের ফজল মণ্ডলের ছেলে রাজা মণ্ডল (৬০) ও আজিজ মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম মণ্ডল (৩০)। রাজার আপন ভাতিজা হচ্ছেন রফিকুল।

এ ঘটনায় রাজার ছেলে সামছুল মণ্ডলও আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজা মণ্ডলের সঙ্গে ভাতিজা হারুন মণ্ডলের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমি চাষ দিতে গেলে হারুনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে হারুন তার হাতে থাকা কোদাল দিয়ে রাজার মাথায় কোপ মারেন। এ সময় তাকে বাঁচাতে ছেলে সামছুল ও ভাতিজা রফিকুল এগিয়ে এলে হারুন তাদেরও কোদাল দিয়ে কোপ দেন।”

এতে ঘটনাস্থলেই রাজা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয় বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রাজার মেয়ে আরেফা বেগম বাদী হয়ে হারুনসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।