ঘুষের টাকাসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই প্রকৌশলী আটক

ঘুষের টাকাসহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2018, 02:29 PM
Updated : 26 July 2018, 02:29 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুষ নেওয়ার সময় লালমনিরহাটের বড়বাড়ি বাজার থেকে তাদের আটক করা হয় বলে রংপুর দুদকের সহকারী পরিচালক আতিকুর রহমান জানান।

এরা হলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কুড়িগ্রাম-লালমনিরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।

আতিকুর রহমান বলেন, এই কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে জড়িত এমন অভিযোগ ছিল। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রংপুর দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সর্দারের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার বিকাল থেকে বড়বাড়ি বাজার এলাকায় অবস্থান নেয়।

“সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি চায়ের দোকানে মমিনুর রহমান ও জহুরুল ইসলাম এক ঠিকাদারকে সংযোগ লাইনের কাজ পাইয়ে দেওয়ার নাম করে ৪০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক হন।”

পরে তাদের ব্যবহৃত গাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকা পাওয়া যায় বলে জানান দুদকের এ কর্মকর্তা।

জিজ্ঞাসাবাদের পর মামলা দিয়ে তাদের লালমনিরহাট থানায় হস্তান্তর করা হবে বলে

রংপুর দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সর্দার জানান।