শার্শায় শুদ্ধ উচ্চারণ কর্মশালা

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলার শিক্ষার্থীদের জন্য শুদ্ধ উচ্চারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2018, 12:38 PM
Updated : 26 July 2018, 01:35 PM
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শার্শা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় তরুণদের একটি দল।

‘ওয়াক আপ যশোর’ নামে এই কর্মশালা ফিতা কেটে উদ্বোধন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

কর্মশালা উদ্যোক্তাদের একজন সানজিদা আইরিন বর্ষা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ শেখান।

বর্ষা বলেন, “সেটাই এবার আমরা কর্মশালার মাধ্যমে বড় পরিসরে করলাম।”

কর্মশালায় শার্শা ও ঝিকরগাছা উপজেলার কয়েক শত শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালা পরিচালনা করেন অনলাইনভিত্তিক টেন মিনিট স্কুল নামের একটি সংগঠনের প্রশিক্ষক আইমান সাদিক, সাকিব বিন রাসিদ,আজিজুল কাদের ও নাজমি জান্নাত।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী ইমরান হোসেন ও তার দল।

শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসান ও আলেয়া ফেরদৌস, উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান কর্মশালায় ছিলেন।