বরগুনায় বাস-অটো সংঘর্ষে নিহত ৭

বরগুনায় অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2018, 06:17 AM
Updated : 26 July 2018, 08:21 AM

জেলার আমতলি থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মানিকঝুড়ি এলাকায় আমতলি–কুয়াকাটা সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে।

তারা হলেন আমতলি উপজেলার তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), তালতলি উপজেলার বগি গ্রামের সানু হাওলাদার (৪০), একই গ্রামের চান মিয়া (৫৫) ও জসিম মৃধা (৪০)।

নিহত অন্যদের মধ্যে রয়েছে তিন মাসের এক শিশু ও দুই পুরুষ যাদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে।

এছাড়া শিশুটির মা ফাহিমা আক্তারসহ পাঁচজন আহত হয়েছেন।

ওসি আলাউদ্দিন বলেন, আহত পাঁচজনের মধ্যে ফাহিমা ও আবু হানিফসহ তিনজনকে মুমূর্ষূ অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা জানান, তারা অটোরিকশায় করে আমতলী থেকে বগী বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আল্লাহর দান পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।