নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা বিজয়ী হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2018, 05:18 PM
Updated : 25 July 2018, 05:18 PM

নানিয়ারচরের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ বুধবার রাতে এ ফরাফল ঘোষণা করেন।

আনারস প্রতীক নিয়ে প্রগতি পেয়েছেন ১৪ হাজার ৪৮৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রণতি চাকমা কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার ১৫ ভোট।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সারাদিন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ হয়।

গত ৩ মে নিজ কার্যালয়ের সামনে দুবৃর্ত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা। তিনি জেএসএস (এমএন লারমা) সহ-সভাপতি ছিলেন। পরদিন ৪ মে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় হামলায় নিহত হন ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রধান নেতা তপন জ্যোতি চাকমা বর্মাসহ পাঁচজন।

নতুন চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, “আমি সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। ভোট প্রয়োগের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ হলো। দিনে দুপুরে জনপ্রিয় একজন উপজেলা চেয়ারম্যানকে যারা হত্যা করেছে ভোটের মাধ্যমে তার প্রমাণ জনগণ দিয়েছে। আমি যতদিন দায়িত্বে থাকব পাহাড়ি-বাঙালি সকলকে নিয়ে সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করব; আর সকল এলাকায় সুষম উন্নয়ন করার চেষ্টা থাকবে।” 

ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রণতি রঞ্জন খীসার সাথে ফোনে যোগাযোগের চেষ্টার করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।