ব্রাহ্মণবাড়িয়ায় বিটিসিএল এর সেবা বন্ধ

সড়ক সংস্কারের কাজের সময় তার কাটা পড়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিটিসিএলের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2018, 09:41 AM
Updated : 25 July 2018, 09:41 AM

মঙ্গলবার বিকাল থেকে জেলায় বিটিসিএলের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া বিটিসিএলের সহকারী প্রকৌশলী (টেলিকম) মো.শামছুল হুদা জানান।

শামছুল বলেন, গ্রাহকদের সুবিধার জন্য দুটি সংযোগ ব্যবহার করা হয়; একটি ঢাকা থেকে নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যটি ঢাকা থেকে সিলেট হয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত।

একটি সংযোগের সমস্যা হলে অন্যটি দিয়ে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখা হয়।

“কিন্তু নরসিংদীতে রাস্তায় খোঁড়াখুড়ির সময় দুটি সংযোগের তারই একসঙ্গে কাটা পড়ে। এর ফলে জেলা শহরের সাড়ে তিনশ গ্রাহক তাদের ইন্টারনেট সেবা পাচ্ছেন না।”

লাইন মেরামতের কাজ চলছে; বিকালের মধ্যে ইন্টারনেট সেবা স্বাভাবিক হবে বলে জানান শামছুল।