স্ত্রীকে উত্ত্যক্তে বাধা দেওয়ায় খুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় “স্ত্রীকে উত্ত্যক্তে বাধা দেওয়ায়” একজনক’ গলাকেটে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2018, 07:11 AM
Updated : 25 July 2018, 07:41 AM

নিহত সাহাব উদ্দিন (৪০) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ২৭ দ্রোন গ্রামের নুর মোহাম্মদ লেদু মিয়া ছেলে।

সুবর্ণচরের চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার জানান, খবর পেয়ে বুধবার সকালে বাড়ি থেকে সাহাবের লাশ তারা উদ্ধার করেন।  

সাহাবের স্ত্রী আলেয়া বেগম বলেন, স্থানীয় নুর আলমের ছেলে আক্তার উদ্দিন সাদ্দাম তাকে প্রায়ই উত্যক্ত করতো। এনিয়ে সাহাব থানায় অভিযোগ দিলে পুলিশ সাদ্দামকে গ্রেপ্তার করে। কিছুদিন আগে সাদ্দাম জেল থেকে ছাড়া পায়।

এরপর থেকে সে বিভিন্ন সময় তাদের হুমকি দিয়ে আসছিল বলে জানান আলেয়া। 

তিনি বলেন, “এর জেরে মঙ্গলবার গভীর রাতে সাদ্দাম ও তার সহযোগীরা ঘরে ঢুকে আমাকে বেঁধে ফেলে। পরে তারা সাহাবকে গলাকেটে হত্যা করে।”

পরিদর্শক ইকবাল বলেন, এ ঘটনায় সাদ্দামসহ তিনজনকে আসামি করে সুবর্ণচর থানায়ি মামলা করা হয়েছে। আসামিরা ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালেল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ করর্মকর্তা।