বৃষ্টির মধ্যে শান্তিপূর্ণ ভোট চলছে তারাকান্দায়

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট চলছে বলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2018, 06:18 AM
Updated : 25 July 2018, 07:15 AM

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ বলেন, বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থী মনি তালুকদার নির্বাচন সম্পর্কে বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এই পরিবেশ শেষ পর্যন্ত অব্যাহত থাকলে আমি বিজয়ের ব্যাপারে আশাদাবী।”

সরেজমিনে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক বলেন, বৃষ্টির কারণে প্রথমে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও পরে বাড়ছে।

“আমার ভোটাররা আসতে শুরু করেছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”

উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২ লক্ষ ১৬ হাজার ৯৩৬ ভোটার রয়েছেন বলে নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ জানিয়েছেন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ৭২টি কেন্দ্রে ভোট চলছে। সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের চারটি টহল দল, একটি স্ট্রাইকিং ফোর্সসহ সহস্রাধিক পুলিশ কাজ করছে।