এমপি লিটন হত্যা: স্ত্রীসহ ২ জনের সাক্ষ্য

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তার স্ত্রী।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2018, 03:27 PM
Updated : 24 July 2018, 03:27 PM

মঙ্গলবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ বিচারক রাশেদা সুলতানা আদালতে লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি ও তাদের প্রতিবেশী আল ইবনে রাজ্জাক ওরফে নয়ন সাক্ষ্য দেন।

আদালতের পিপি মো. শফিকুল ইসলাম শফিক জানান, আদালতে সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিসহ চারজনের সাক্ষ্যগ্রহণের কথা ছিল। কিন্তু সাক্ষীদের মধ্যে আব্দুল কাফি বিদেশে অবস্থান এবং বেনজির আহমেদ লিংকন যাওয়ায় তাদের সাক্ষ্যগ্রহণ হয়নি।

এ মামলায় এ পর্যন্ত ১১ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে বলে জানান তিনি।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগের এ সংসদ সদস্যকে। এ ঘটনায় তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্তের পর ২০১৭ সালের ৩০ এপ্রিল জাতীয় পার্টির নেতা কাদের খাঁনসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আসামিদের মেধ্য কাদের খাঁনসহ সাতজনকে গ্রেপ্তার করা হলেও আরেক আসামি চন্দন কুমার রায় পলাতক রয়েছেন।