কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব; যাদের মধ্যে দুইজন মিয়ানমারের নাগরিক।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 02:39 PM
Updated : 23 July 2018, 02:39 PM

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান।

এরা হলেন মিয়ানমারের নাগরিক মোহাম্মদ জাফর (৪২) ও আব্দুল গফুর (৩২) এবং উখিয়ার বালুখালী এলাকার মোহাম্মদ সেলিম (২৮)।

আটকরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক একটি চক্র গড়ে তুলে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

মেজর মেহেদী বলেন, বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সংঘবদ্ধ মাদক বিক্রেতা চক্রের সদস্যরা ইয়াবা লেনদেনর জন্য অবস্থান নিয়েছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় সন্দেহজনক কয়েকজনকে দেখতে পেয়ে র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে।

"এতে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও আরও ২/৩ জন পালিয়ে যায়। পরে আটকদের দেহ তল্লাশি করে পাওয়া যায় ১০ হাজার ইয়াবা।”

এদের মধ্যে দুইজন মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা বলে জানান তিনি।