পুলিশি হয়রানির অভিযোগ আরিফুলের

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ করেছেন দলটির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 12:12 PM
Updated : 23 July 2018, 12:12 PM

সোমবার দুপুরে নগরীর কাজীটুলায় আরিফুলের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরিফুল বলেন, “গতকাল (রোববার) রাতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ আমার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের ছেলে রুহেল রাজ্জাকে গ্রেপ্তার করেছে পুলিশ।”

আরিফুলের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বারবার আচরণবিধি লংঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থাই নিচ্ছে না।

এর আগে সকালে নগরের সোবহানীঘাট কাঁচা বাজার এলাকায় গণসংযোগ করেন আরিফুল।

এ সময় আরিফুল বলেন, সরকার দলের লোকজন পুলিশ দিয়ে দলীয় নেতাকর্মী ছাড়াও তাদের পরিবারের সদস্যদের হয়রানি করছে। এতে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে একটা ভীতি সৃষ্টি হচ্ছে।

কিছু অতি উৎসাহী পুলিশের এমন আচরণ বন্ধ না করলে প্রয়োজনে ঢাকা গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নালিশ দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

আগামী ৩০ জুলাই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার কথা রয়েছে।