মাদক মামলায় বাগেরহাটে একজনের কারাদণ্ড

বাগেরহাটে মাদক মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 09:19 AM
Updated : 23 July 2018, 09:19 AM

সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আশাফুর রহমান গাজী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের আমজেদ গাজীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি বিচারক তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ১১ নভেম্বর দুপুরে মোংলা পোর্ট পৌরসভার বাগেরহাট জেটিতে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ আশাফুলকে আটক করে পুলিশ।

ওই ঘটনায় মোংলা থানার এসআই মারফত আলী দুইজনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে এসআই রফিকুল ইসলাম ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি আশাফুরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।