বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩টি নতুন বিভাগ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি নতুন বিভাগ ও একটি ইনস্টিটিউট খোলা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2018, 05:21 AM
Updated : 23 July 2018, 06:10 AM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নতুন বিভাগগুলো হলো- আর্কিটেকচার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি ও উদ্ভিদবিজ্ঞান।

নতুন ইনস্টিটিউটটি হলো- শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউট।

এই তিন বিভাগ যুক্ত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন বিভাগ সংখ্যা হলো ৩৪। আর ইনস্টিটিউট হলো চারটি।

শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউটটি মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় স্থাপিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।