মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আটক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ থেকে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীমকে আটক করেছে পুলিশ ।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 08:55 AM
Updated : 22 July 2018, 08:57 AM

রোববার দুপুরে জেলা জজ আদালতের সামনে থেকে তাকে আটক করা হয় বলে মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

মাগুরা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরের জেলাপাড়া থেকে একটি মিছিল বের করে।

মিছিলটি জেলা জজ আদালতের সামনে দিয়ে প্রধান সড়কে ওঠার চেষ্টা করলে করলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারীরা সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু বক্তব্য দেন।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং তার সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

সমাবেশ চলাকালীন পুলিশ শামীমকে আটক করে জাহিদ জানান।

এ বিষয়ে জানতে চাইলে ওসি সিরাজুল বলেন, শামীমের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তাই তাকে আটক করা হয়েছে।