মহেশখালীতে অস্ত্র তৈরির দুই কারখানার সন্ধান, অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির দুইটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 08:08 PM
Updated : 22 July 2018, 10:22 AM

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, শনিবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া যায়।

এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার ছাড়াও তৈরির সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আটকরা হলেন লারমারছড়া এলাকার মৃত বদরুদোজ্জজার ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ (৩৮) ও এনামুল হকের ছেলে মো. আব্দুল হাকিম (৩২)।

এরা দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

পাশাপাশি অবস্থিত কারখানা দুইটি থেকে দেশীয় তৈরি ১২টি লম্বা বন্দুক (এসওবিএল), একটি কাটা বন্দুক (ডিবিবিএল), সাতটি ওয়ান শুটারগান ও ২৪ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে বলে জানান তিনি।

মেজর মেহেদী বলেন, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

“শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে কালারমারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় দুইটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।“

অভিযান টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। এসময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানান তিনি।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।