টাঙ্গাইলে আইনজীবীকে কুপিয়ে হত্যা

‘জমিজমার বিরোধের জেরে’ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক আইনজীবীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাত ভাইয়ের বিরুদ্ধে।  

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 03:02 PM
Updated : 21 July 2018, 03:02 PM

শনিবার সাগরদিঘীর বেতুয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলাম জানান।

নিহত ফরহাদ হোসেন (৩৩) সাগরদিঘী ইউনিয়নের বেতুয়াপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইল জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ফরহাদের চাচাত ভাই রুবেলকে (১৯) গ্রেপ্তার করেছে।

ওসি মাকসুদুল জানান, দীর্ঘদিন ধরে ফরহাদের সঙ্গে তার চাচাত ভাই রুবেলর জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

“শনিবার দুপুরে খাবার খেয়ে বেতুয়াপাড়ায় নিজ বাড়ির সামনে মাচায় শুয়েছিলেন ফরহাদ। ওই সময় রুবেল চাপাতি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।”

প্রতিবেশী ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।