তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বিঘ্নিত

বাতাস ও প্রবল স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2018, 01:22 PM
Updated : 21 July 2018, 01:22 PM

পদ্মা উত্তাল থাকায় শনিবার এ নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে পারাপার চলছে।

স্রোতের চাপ বেড়ে যাওয়ায় শুক্রবার রাত ১০টা থেকে সাতটি ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে বিআইডব্লিউটিসি মাওয়ার এজিএম খন্দকার খালিদ জানান।

ডাম্প ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যান।

খন্দকার খালিদ বলেন, স্রোত ও বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত থেকে তিনটা রো রো, চারটা কে টাইপ ও দু্ইটা মিডিয়াম ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ডাম্প ফেরিগুলো চালু করা হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএর নৌ ট্রাফিক পরির্দশক মো. সলেমান জানান, স্রোতের কারণে ছোট লঞ্চ বন্ধ রযেছে।৭২ ফিটের উপরের দৈর্ঘ্যর লঞ্চ চলাচল করছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরমান হোসেন জানান, লঞ্চ ও স্পিডবোট সাবধানে চলাচল করছে। ঘাট এলাকায় গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।